ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৪, অক্টোবর ১২, ২০১৮
রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেদায়াত উল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ওই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হেদায়াত ওই পাড়ার মরহুম মাওলানা সিরাজউল্লাহর ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যায় বাড়িতে কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন হেদায়াত। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।