ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

ক্ষেতলালে ককটেল ও পিস্তলসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, অক্টোবর ৪, ২০১৮
ক্ষেতলালে ককটেল ও পিস্তলসহ গ্রেফতার ৩ পুলিশের হাতে গ্রেফতার ৩ জঙ্গি সদস্য

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকা থেকে তিন জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ককটেল, দেশীয় শুটার গান, বারুদ ও জিহাদি বই জব্দ করা হয়েছে। 

গ্রেফতাররা হলেন- নূর আলম সরদার পলাশ (২৮), আজিজার রহমান মণ্ডল (৫২) ও নূর মোহাম্মদ মণ্ডল (৩২)।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা পুলিশের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এতথ্য জানান ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাটির ঘর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি বাড়ি থেকে নূর আলম নামে এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করলেও অন্যান্যরা পালিয়ে যান। পরে তার দেওয়া তথ্য মোতাবেক ওই রাতেই আজিজার ও নূর মোহাম্মদ নামে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২টি ককটেল, একটি দেশীয় শুটার গান, ১০০ গ্রাম বারুদ ও দুইটি জিহাদি বই জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার ওই তিন জনের বিরুদ্ধে ক্ষেতলালসহ বিভিন্ন থানায় একাধিক জঙ্গি ও নাশকতার মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।