ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

কোটা বহাল দাবিতে শাহবাগ অবরুদ্ধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, অক্টোবর ৪, ২০১৮
কোটা বহাল দাবিতে শাহবাগ অবরুদ্ধ শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

বুধবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই অবরোধ শুরু করে তারা।

সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বাংলানিউজকে বলেন, মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বহাল রাখতে হবে।

পাশাপাশি আমরা সরকারকে ছয় দফা দিয়েছি, তা বাস্তবায়ন করতে হবে।

এসময় দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এসময় সংগঠনের নেতারা ‘মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত মানি না, মানবো না’ ‘বঙ্গবন্ধুর উপহার, কোটা মোদের অধিকার’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে, অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। সেইসঙ্গে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিবারের ব্যানারে একটি গ্রুপ অবস্থান নিয়েছে।

এর আগে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসকেবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ