ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ফের স্থগিত প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, অক্টোবর ৩, ২০১৮
ফের স্থগিত প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর  প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ফটো

ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফর ফের স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর করার কথা ছিল।

বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের তারিখ পরবর্তীতে জানানো হবে।

 

এর আগেও চলতি বছরের ৫ এপ্রিল ও ১২ এপ্রিল দুই দফা প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর করার কথা থাকলেও পরবর্তীতে সেটি স্থগিত করা হয়।  

প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান বাংলানিউজকে সন্ধ্যা পৌনে ৭টায় জানান, প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের নতুন তারিখ শিগগিরই জানানো হবে।  

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরকালে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ থেকে ব্রহ্মপুত্র নদের ওপারে নতুন আধুনিক বিভাগীয় শহরের বিভিন্ন স্থাপনা ও দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল।  

একই সঙ্গে তিনি প্রায় ৬৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং অর্ধ শতাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ