ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ভারতে পাচার হওয়া ৪ কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, অক্টোবর ৩, ২০১৮
ভারতে পাচার হওয়া ৪ কিশোরীকে বেনাপোলে হস্তান্তর ভারত থেকে ফেরত আসা কিশোরীরা/ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি কিশোরীকে দুই বছর পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার (০৩ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট আইনে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ওই চার কিশোরীকে সোপর্দ করে।

ইমিগ্রশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে বাংলাদেশি একটি এনজিও সংস্থার হাতে তুলে দিয়েছেন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

ফেরত বাংলাদেশিরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার অন্তরা (১৫), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নাসিমা আক্তার সনিয়া অরফে তানিয়া (১৭), যশোরের কোতোয়ালি সদরের লিমা খাতুন (১৮) ও সাতক্ষীরার সদর এলাকার জেসমিন (১৫)।

জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার আব্দুল মুহিত বাংলানিউজকে জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যান। অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে  ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে মুম্বাইয়ের দেবনার শেল্টার হোমে তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট আইনে তারা দেশে ফেরত আনে।  

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিন কিশোরীদের ফেরত আসার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ