ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ভেজালবিরোধী অভিযানে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, অক্টোবর ৩, ২০১৮
সিদ্ধিরগঞ্জে ভেজালবিরোধী অভিযানে জরিমানা  ভেজালবিরোধী অভিযান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বিভিন্ন খাবার হোটেলে ভেজালবিরোধী অভিযানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি রেস্টুরেন্টে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫৩ ধারায় এ জরিমানা করা হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি সাংবাদিকদের বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের বাসমতি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় এ আইনের ৪৩ ধারায় হিরাঝিল রেস্টুরেন্ট, ১নং আদি ভান্ডারী ও রাজ ভান্ডারী হোটেল কর্তৃপক্ষকে পৃথক ভাবে ২০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানার আদায় করা হয়।  

অভিযানের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মো. শাহজাহান হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ