ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে আরো একটি গ্রেনেড উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, সেপ্টেম্বর ২২, ২০১৮
নাটোরে আরো একটি গ্রেনেড উদ্ধার

নাটোর: নাটোরে তিনদিনের ব্যবধানে শহরের মাদ্রাসা মোড় এলাকায় সম্প্রসারিত সড়কের নির্মাণাধীন ড্রেন থেকে আরো একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার ( ১৯ সেপ্টেম্বর) একই স্থান থেকে একটি গ্রেনেড উদ্ধার করে পুলিশ। ওইদিন শ্রমিকরা কাজ করার সময় গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ সেখান থেকে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে নিষ্ক্রিয় করে। আজ সকালে একই এলাকা থেকে দ্বিতীয় গ্রেনেডটি উদ্ধার হয়।

নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত ড্রেন থেকে আরও একটি গ্রেনেড উদ্ধারের সত্যতা নিশ্চিত করে
বাংলানিউজকে জানান, সকালে মাদ্রাসা মোড়ে নির্মাণাধীন ড্রেনে গ্রেনেড দেখে পুলিশে খবর দেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে গ্রেনেডটি থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়।  

তিনি আরও বলেন, গ্রেনেড দু’টি অনেকদিন আগের। তাই এগুলো  মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।