ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কলাপাড়ায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৮, এপ্রিল ১০, ২০১৮
কলাপাড়ায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার সাকুরা পরিবহনের কাউন্টার থেকে নাজমুল হোসেন (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে পৌরশহরের নাচনাপাড়া বাসস্ট্যান্ডের ওই কাউন্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাজমুল সাকুরা কাউন্টারের কলম্যান ও কলাপাড়ার নাচনাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে বলে জানা গেছে।

সাকুরা কাউন্টারের কলাপাড়া ইনচার্জ ও পৌর কাউন্সিলর আলামিন সরদার বাংলানিউজকে জানান, প্রায় আড়াই মাস ধরে কাউন্টারের কলম্যানের কাজ করছে নাজমুল। প্রতিদিনের মতো সোমবার রাতে কাউন্টার বন্ধ করে নাজমুলকে চাবি দিয়ে বাসায় যান আলামিন সরদার। সকালে খবর পেয়ে এসে নাজমুলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।