ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৬, এপ্রিল ১০, ২০১৮
কক্সবাজারে অস্ত্র-গুলিসহ আটক ৭

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থেকে ১১টি অস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পূর্ব ঘোমাতলী এলাকার লবণ-চিংড়ি ঘের থেকে এসব উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মবিন (৩৭), নুরুল আমিন (৩৬), আব্দুর রহমান (৪৩), জসিম উদ্দিন (৫০), আব্দুর রাজ্জাক (২১), আব্দুস শুক্কুর (৬৭) ও হেলাল উদ্দিন (৪০)।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বাংলানিউজকে বলেন, বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।