মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানিক সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের আসদাটি গ্রামের ওয়ারেছ আলীর ছেলে।
একই রায়ে মামলার অন্য ছয় আসামির মধ্যে ওয়াহেদ আলী (৬০), মুর্তুজ আলী (৫০), ইয়াদ আলী (৪৫) ও ছোয়াব আলীকে (২৫) তিন বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি সাইফুল আলম প্রদীপ বাংলানিউজকে জানান, ২০০৭ সালে মানিক তার এক প্রতিবেশী বঙ্কিম চন্দ্র সূত্রধরের স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে এ নিয়ে মানিকের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে অভিযোগ করেন বঙ্কিম। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লোকজন নিয়ে স্থানীয় রাস্তায় বঙ্কিমকে পিটিয়ে আহত করেন তিনি। এ অবস্থায় বঙ্কিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি। পরদিন এ ঘটনায় বঙ্কিমের ভাগ্নে কানাইলাল সূত্রধর সাতজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে মানিককে প্রধান আসামি করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ২৭ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এসআই