মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী শ্রমিকরা হলেন- জাহাঙ্গীর ইউনিয়নের গুচ্ছ গ্রামের বাসিন্দা খুরশেদ মিয়ার স্ত্রী আলেখা বেগম (৪০) ও একই ইউনিয়নের ফেনি বিল গ্রামের বাসিন্দা চান মিয়ার স্ত্রী রহিমা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রহিমা ও আলেখা পাথর উত্তোলন করতে যায় ডলুরা চলতি নদীতে। তারা নদী পাড়ে পাথর কুড়াতে থাকে। হঠাৎ তাদের দু’জনের ওপর বালুর একটি স্তুপ এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাবীবউল্লাহ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরএ