ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাসে গণধর্ষণ, ৫ আসামি ৩ দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৩, এপ্রিল ১০, ২০১৮
বাসে গণধর্ষণ, ৫ আসামি ৩ দিনের রিমান্ডে পাঁচ আসামি

ঢাকা: সাভারের ধামরাইয়ে চলন্ত বাসে এক গার্মেন্ট শ্রমিককে গণধর্ষণের ঘটনায় ৫ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ এপ্রিল) ঢাকার চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন বাবু মল্লিক, আব্দুল আজিজ, বলরাম, সোহেল ও মকবুল।

মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন আসামিদের ঢাকার আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করেছিলেন।

গত রোববার (০৮ এপ্রিল) আসামিদের গ্রেফতার করা হয়। সেদিন রাত নয়টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধামরাইয়ের শ্রীরামপুরে যাত্রীসেবা পরিবহনের একটি বাসে ওই গার্মেন্ট শ্রমিক গণধর্ষণের শিকার হন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।