ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে প্রাইভেটকার চাপায় শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৯, এপ্রিল ১০, ২০১৮
গাজীপুরে প্রাইভেটকার চাপায় শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকার চাপায় আমির হোসেন (৫৬) নামে শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আমির হোসেন শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বিধায় এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

তিনি ধনুয়া এলাকার আরএকে সিরামিক্স কারখানায় শাটল অপারেটর পদে কাজ করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, বিধায় এলাকার বাড়ি থেকে আমির হোসেন মোটরসাইকেল যোগে ধনুয়া এলাকায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। একপর্যায়ে জৈনা বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি ইউটার্ন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আমির হোসেন গুরুতর আহত হন।  

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর ওই প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্তকর্তা।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।