ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ২টি হরিণের চামড়াসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০১, এপ্রিল ১০, ২০১৮
পাথরঘাটায় ২টি হরিণের চামড়াসহ আটক ১ পাথরঘাটায় ২টি হরিণের চামড়াসহ আটক ১

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে দু’টি হরিণের চামড়াসহ দিজেন ঘরামী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। 

সোমবার (৯ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে দু’টি হরিণের চামড়াসহ তাকে আটক করা হয়। আটক দিজেন ঘরামী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বনমালী ঘরামীর ছেলে।

 

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ইমতিয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিজেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার রান্নাঘরে দু’টি হরিণের চামড়া পাওয়ায় তাকে আটক করা হয়।  

বন বিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা হুমাযূন কবির বলেন, আটক দিজেনের বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।