সোমবার (০৯ এপ্রিল) রাত ৯টার দিকে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া ময়মনসিংহের ফুলপুর থানার রামসোনা এলাকার রমজান খানের স্ত্রী।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান বাংলানিউজকে জানান, রাত ৯টার দিকে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আছিয়া মারা যান।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া সালনা এলাকায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতো।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরএস/ওএইচ/