এছাড়া আরো নির্মাণ করা হয়েছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, অডিটোরিয়াম, রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ ভবন, গ্রামীণ অবকাঠামো, মুক্তিযোদ্ধাদের বাসস্থান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা।
এগিয়ে চলছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরস ট্রেনিং ইনস্টিটিউট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, টেক্সটাইল ইনস্টিটিউট, পর্যটন কেন্দ্রসহ বহুমুখি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ।

প্রক্রিয়াধীন রয়েছে নানামুখি উন্নয়নমূলক প্রকল্পের কাজ। বাদ যায়নি বিদ্যুৎ ও যমুনার ভাঙনরোধের কাজ। বলতে গেলে উন্নয়নমূলক কাজের কর্মযজ্ঞ চলছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।
কেবল গেলো চার বছরেই এ উপজেলায় ছোট বড় মিলে প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। বেশ কিছু প্রকল্পের কাজ এগিয়ে চলছে। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে সরকারের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাত ধরে এগিয়ে চলছে এসব উন্নয়নমূলক কাজ। যমুনা বেষ্টিত এ উপজেলার আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া লাগাতে ব্যস্ত কাজীপুরবাসীর গর্বখ্যাত এ মন্ত্রী।
সরেজমিন অনুসন্ধানকালে কাজীপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) একেএম শাহ আলম, শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল জব্বারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে এ উপজেলার উন্নয়নের এসব চিত্র ওঠে আসে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয়ের আওতায় বিভিন্ন খাতে প্রায় ৫শ’ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। গত চার বছরে কর্মসৃজন প্রকল্পের অধীনে ১৩ কোটি টাকার কাজ হয়েছে। সাড়ে ৪ কোটি টাকায় কৃষ্ণগোবিন্দপুর, পাটাগ্রাম ও খাসরাজবাড়িতে দু’টি গুচ্ছগ্রাম প্রকল্পের কাজ চলমান।
এছাড়া আরও কয়েক কোটি টাকার কাজ চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় ১২ কোটি টাকায় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের বড়ইতলী, পাইকরতলী ও সোনামুখী আরসিসি ব্রিজের কাজ চলছে। পৌর গোল চত্বরে ২২ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ, সিডিএমসির আওতায় নাটুয়ারপাড়া, শুভগাছা ও খাসরাজবাড়ীতে প্রায় চার কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় প্রকল্পের কাজ এগিয়ে চলছে। একইভাবে কাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় এগিয়ে চলছে বিদ্যুৎ সংযোগের কাজ।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমবিএইচ/আরএ