ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২০, এপ্রিল ১০, ২০১৮
পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন। ফাইল ফটো

মানিকগঞ্জ: বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট মিলে আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন। 

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল পৌনে ৭টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাংলানিউজকে বিষয়টি জানান।  

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের বহরে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে।

এরমধ্যে তিনটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে। বাকি ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে রাতে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা দেড় শতাধিক এবং যাত্রীবাহী বাসের সংখ্যা অর্ধশত।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে জানান, বৈরী আবহাওয়ার কারণে সোমবার দিনগত রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া অনুকূলে আসলে আবারো ফেরি চলাচল শুরু করা হয়। এতে করে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের লাইন জমতে থাকে। অপেক্ষামান যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই ২৫০ এবং যাত্রীবাহী বাসের সংখ্যা প্রায় ৫০টি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।