ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘আন্দোলনের সঙ্গে ভিসির বাসভবনে হামলা সংশ্লিষ্ট নয়’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, এপ্রিল ৯, ২০১৮
‘আন্দোলনের সঙ্গে ভিসির বাসভবনে হামলা সংশ্লিষ্ট নয়’ ঢাবি সিন্ডিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কার আন্দোলন উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট হতে পারে না বলে অভিমত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সদস্যরা।

সোমবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে এক জরুরী সিন্ডিকেট সভায় এ অভিমত প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সভায় সিন্ডিকেট সদস্যরা বলেন, হামলার এ ঘটনা পরিকল্পিত। উপাচার্যের বাসভবনে হামলা, উপাচার্য ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের চেষ্টা বিশ্ববিদ্যালয় ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটি অপপ্রয়াস।

সভায় উপাচার্য ভবনে হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ক্যাম্পাসে অধিকতর নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়।  

এছাড়াও কোটা সংস্কার সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি সাড়া দিয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়।

এদিকে সিন্ডিকেটের সভায় উপাচার্যের বাসভবনে হামলার বিষয়ে খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি বর্ণিত ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণ ও দোষীদের চিহ্নিত করে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন পেশ করবে।    

কমিটির আহ্বায়ক হলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। সদস্যরা হলেন- আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড.এ.এস.এম. মাকসুদ কামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মৎ নীলিমা আকতার, সিনেট ও সিন্ডিকেট সদস্য এস.এম বাহালুল মজনুন ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ।

** আহতদের সুচিকিৎসার দাবি ঢাবি শিক্ষক সমিতির

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এসকেবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।