ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে ২ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, এপ্রিল ৯, ২০১৮
কিশোরগঞ্জে ২ ছিনতাইকারী আটক আটক দুই

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ছিনতাই করে পালানোর সময় রিয়াদ (২১) ও আবুল বাশার (২২) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলসহ চাপাতি ও ছিনতাই করা পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরিফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া সরকার বাড়ি জামে মসজিদের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক রিয়াদ (২১) জেলা শহরের গাইটাল এলাকার সুরুজ মিয়ার ছেলে এবং আবুল বাশার (২২) গাইটাল নয়াপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

আরিফুর রহমান বলেন, চিকিৎসার কাজে সোমবার (০৯ এপ্রিল) দুপুরে অটোরিকশায় করে কিশোরগঞ্জ শহরে আসছিলেন হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শরীফ (২০)। এসময় খিলপাড়া সরকার বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে তিন ছিনতাইকারী অটোরিকশা থামিয়ে শরীফের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে টহলরত পুলিশ ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।