অভিযোগ অনুযায়ী, সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ কোর্টের গেটের সামনে এ ঘটনা ঘটে।
মাহফুজ বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
মাহফুজের অভিযোগ, সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে একটি রিকশাকে সাইড দিতে গিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে সাইকেল দিয়ে ধাক্কা দেয় সে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি শিশুটিকে কিল-ঘুষি দেন এবং তার সাইকেলটি ভেঙে ফেলেন।
এ ব্যাপারে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসআই