ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্থগিতের সিদ্ধান্তে দ্বিধা-বিভক্ত আন্দোলনকারীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, এপ্রিল ৯, ২০১৮
স্থগিতের সিদ্ধান্তে দ্বিধা-বিভক্ত আন্দোলনকারীরা টিএসসিতে অবস্থানরত শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়ে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন আন্দোলনকারীরা। সোমবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের একটি অংশ। 

সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, রাজু ভাস্কর্য ও শাহবাগ এলাকায় অবস্থান করছেন। এ সময় তাদের স্থগিতের বিষয়টি নিয়ে নানা স্লোগান দিতেও দেখা গেছে।

 

তারা বলছেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চলমান কোটা সংস্কার আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত তারা মানতে পারছি পারছেন না। তাই আন্দোলন চালিয়ে যাবেন।
 
সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনের সমন্বয়ক হাসান আল মামুন স্থগিতের সিদ্ধান্ত জানালে সবাই তা না মেনে নিয়ে স্লোগান দিতে থাকেন।  

আরও পড়ুন>>
** 
কোটা ব্যবস্থা মোটেই যৌক্তিক-স্বচ্ছ নয়: ড. জাফর ইকবাল

এর আগে বিকেলে সচিবালয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা জানিয়েছেন, ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

আন্দোলনের সমন্বয়ক হাসান আল মামুন বলেন, কোটা সংস্কার চেয়ে আমরা সারা দেশে আন্দোলন করছি। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকবে এজন্য আমাদের কাছ থেকে  সরকার মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এমএসি/পিএম/এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।