ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে মামার কোল থেকে পড়ে ভাগ্নের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, এপ্রিল ৯, ২০১৮
নারায়ণগঞ্জে মামার কোল থেকে পড়ে ভাগ্নের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মামার কোল থেকে পড়ে তিন মাস বয়সী আব্দুল্লাহ আল হোসাইন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ এপ্রিল) বিকেলে ফতুল্লার আমতলা দক্ষিণ শরীফবাগ এলাকায় এ দুর্ঘটনা।

নিহত শিশু আব্দুল্লাহ আল হোসাইন ফতুল্লার পশ্চিম রসূলপুর এলাকার বজলুর রহমানের ছেলে।

বজলুর রহমানের চাচা আলী আকবর পরিবারের বরাত দিয়ে জানান, বজলুরের সঙ্গে আমতলা দক্ষিণ শরীফবাগ এলাকার আবুল ভান্ডারীর মেয়ে নাজমা বেগমের বিয়ে হয়। আব্দুল্লাহ তাদের প্রথম পুত্র সন্তান। রোববার (৮ এপ্রিল) সকালে নাজমা তার সন্তানকে টিকা দেওয়ার কথা বলে বাবার বাড়িতে আসেন। পরে সোমবার বিকেলে নাজমার ছোট ভাই আনোয়ার হোসেন তার ভাগ্নে আব্দুল্লাহকে কোলে নিয়ে আদর করছিল। এ সময় হঠাৎ কোল থেকে পড়ে যায় সে। এতে আব্দুল্লাহর মৃত্যু হয়।  

এদিকে, শিশু সন্তানের মৃত্যুতে শোকাহত বাবা-মা কোনো মন্তব্য করেনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, এটি একটি দুর্ঘটনা। তারা পারিবারিকভাবে শিশুর দাফন করেছেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।