সোমবার (০৯ এপ্রিল) দুপুরে সোনাপুর-আলেকজান্ডার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল স্থানীয় মো. আবুল খায়েরের ছেলে।
চরশুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহবুবা সুলতানা বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে রুবেল মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল নিয়ে পাশের খালে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান রুবেল।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসআই