ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বদরগঞ্জে বাসের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, এপ্রিল ৯, ২০১৮
বদরগঞ্জে বাসের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় খালেদা আকতার (২৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) বিকেলে পৌর শহর সংলগ্ন বদরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খালেদা উপজেলার আমরুল বাড়ি সাজ্জাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষিকা খালেদা বিদ্যালয় থেকে বাবার মোটরসাইকেলে করে ফেরার পথে পৌর শহর সংলগ্ন বদরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুর গামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও মেয়ে দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে খালেদার মৃত্যু হয়।  

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।