সোমবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর কাচারি বাজারে অবস্থিত নিজ অফিস কক্ষ থেকে তাকে আটক করা হয়।
পরে ওই অফিসেই সাংবাদিকদের ব্রিফিংয়ে দুদকের পরিচালক (ঢাকা) নাসিম আনোয়ার বলেন, গোপন সূত্রের ভিত্তিতে আমরা জানতে পারি সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলার শারমিন আক্তার নামে এক সহকারী শিক্ষিকার কাছে ঠাকুরগাঁও থেকে রংপুরে বদলি করাতে ৮০ হাজার টাকা ঘুষ নির্ধারণ করেন।
তিনি আরো বলেন, সকাল থেকেই আমরা তার অফিসে নজরদারি করছিলাম। এরপর শারমিন নামে ঐ শিক্ষিকার কাছে যখন তিনি ৬০ হাজার টাকা নেন, তখনই আমরা তার অফিসে অভিযান চালাই এবং তাকে চ্যালেঞ্জ করি। এ সময় টাকাসহ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হই।
ব্রিফিংয়ের সময় সিরাজুল ইসলামের অফিস কক্ষের টেবিলের উপরই ঘুষের ৬০ হাজার টাকা রাখা ছিলো।
দুদকের পরিচালক (ঢাকা) নাসিম আনোয়ার আরও বলেন, ঘুষ নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সিরাজুল ইসলামের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
জেডএস