সোমবার (০৯ এপ্রিল) বিকেলে এ অভিযোগে মেয়েটির বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চিরাপাড়া পাড়সাতুড়িয়া ইউনিয়নের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জিবগা গ্রামের অটোচালক রনির (২০)।
মেয়েটির বাবা অভিযোগ করে বলেন, ঘটনার পর আসামিদের পক্ষ থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বাংলানিউজকে বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
টিএ