সোমবার (০৯ এপ্রিল) বিকেলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের মোজাম উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলামের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মহির উদ্দিনের দুই ছেলে জসিম উদ্দিন ও জহির উদ্দিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার (০৭ এপ্রিল) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঊভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে মঞ্জুরুল ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রাবেয়া গুরুতর আহত হন। আহত রাবেয়াকে তাৎক্ষণিক কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা জানান, আহত রাবেয়াকে হাসপাতালে আনা হলে রোববার (০৮ এপ্রিল) অপারেশন হয়। এরপর তার একটি মৃত বাচ্চা হয়। বর্তমানে রাবেয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
কাউনিয়া থানার ওসি মামুন অর রশিদ বলেন, ভুক্তভোগী পরিবার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও অভিযোগ করেনি। অভিযোগ করলেই আমরা যথাযথ ব্যবস্থা নেবো।
এদিকে রাবেয়ার স্বামী মঞ্জরুল ইসলাম অভিযোগ করেন, জমি-জমা নিয়ে ওরা আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারে। এতে আমার সন্তান মারা গেছে। আমি আমার সন্তান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এমএ/