ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে আগুন লেগে অর্ধকোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, এপ্রিল ৯, ২০১৮
বাগেরহাটে আগুন লেগে অর্ধকোটি টাকার ক্ষতি

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে আগুনে লেগে ছয়টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (০৯ এপ্রিল) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হায়দার আলী বাংলানিউজকে বলেন, পোলেরহাট বাজারের লোকমানের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে পার্শ্ববর্তী সোবহান খানের মুদি দোকান, অজিয়ারের জ্বালানি তেলের দোকানসহ ছয়টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হায়দার আলী আকন বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে হোটেল, চায়ের দোকানসহ টিনসেটের ছয়টি দোকন পুড়ে ছাই হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।