ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে ৪ লাখ চিংড়ি রেণুসহ আটক ২২ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, এপ্রিল ৯, ২০১৮
বরিশালে ৪ লাখ চিংড়ি রেণুসহ আটক ২২ জনের জরিমানা

বরিশাল: বরিশাল নগর থেকে ট্রাক ভর্তি ৪ লাখ গলদা চিংড়ির রেণুসহ আটক ২২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

যার মধ্যে ট্রাক মালিক ও চালককে ৫ হাজার টাকা করে ১০ হাজার এবং অন্যদের ৩ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. হুমায়ুন কবির তাদের এ দণ্ড দেন।

তিনি জানান, র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা থেকে ট্রাক ভর্তি ৪ লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করে। ওইসময় রেণু পাচারের সঙ্গে জড়িত ২২ জনকে আটক করা হয়।  

পাশাপাশি জব্দ আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের চিংড়ির রেণু নদীতে অবমুক্ত করা হয়।

এদিকে র‌্যাব সূত্রে জানা গেছে, রেণুগুলো পটুয়াখালী থেকে খুলনার দিকে যাচ্ছিলো। আর আটককৃতদের বেশিরভাগেরই বাড়ি পটুয়াখালী, ভোলা ও খুলনা জেলায়।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।