সোমবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার হাজরাবাড়ি ফকিরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়ার শরাফত আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে অটোরিকশায় করে বাড়ি থেকে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন স্বপন। পথে হাজরাবাড়ি এলাকায় ওই অটোরিকশাকে আরেকটি অটোরিকশা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বপন মারা যান। এসময় আহত হন অটোরিকশা চালক জীবন (২৪)।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসআই