নিহত শিশুরা হলো- ইব্রাহীম ও রুপা।
নিহত ইব্রাহীমের বাবা ওমর ফারুক জানান, তারা ডেমরা ডগাইর বাজার এলাকার বাসিন্দা।
এদিকে, নিহত রুপার মামা হান্নান মিয়া জানান, চকবাজার সোয়োরীঘাটের কাটারিঘাট এলাকায় রুপা তার পরিবারের সঙ্গে থাকতো। দুপুরে বাসার সামনে খেলা করার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয় রুপা। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য দুই শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এজেডএস/আরআইএস/