নিহত শাহ-আলম উখিয়ার গরু বাজারের সিকদার বিল গ্রামের নজু মিয়ার ছেলে।
সোমবার (০৯ এপ্রিল) দুপুর দেড়টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া ডিগ্রি কলেজের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া ডিগ্রি কলেজের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক শাহআলমকে ধাক্কা দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
টিটি/ওএইচ/