ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৮, এপ্রিল ৯, ২০১৮
মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা!

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় ইসরাফিল হোসেন (২৫) নামে মাদকসেবী ছেলেকে পুলিশে দিয়েছেন তার বাবা। পরে মাদকসেবী ওই যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে।

সোমবার (৯ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। ইসরাফিল তানোর উপজেলার সদর পৌরসভার মথুরাপুর মহল্লার ইয়াজ উদ্দিনের ছেলে।

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে বলেন, ইসরাফিল মাদকসেবন করে পরিবারের সঙ্গে খারাপ আচরণ করতো। এ নিয়ে অতিষ্ঠ হয়ে সোমবার সকালে তাকে বাড়িতে আটকে রেখে থানায় খবর দেন ইয়াজ উদ্দিন। পরে পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে আসে।  

দুপুরে ইসরাফিলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে ইসরাফিল দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকাত আলী তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

পরে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।