প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ২০১৮ সালের প্রথম তিন মাসে মোট ৭টি বৈঠক অনুষ্ঠিত হয়।
আর গতবছরে এ সময়ে ১০টি বৈঠক অনুষ্ঠিত হয়। গৃহীত সিদ্ধান্ত ছিল ১০১টি, বাস্তবায়িত সিদ্ধান্ত ৪৭টি (৪৬ দশমিক ৫৩ শতাংশ), বাস্তবায়নাধীন সিদ্ধান্ত ৫৪টি (৫৩ দশমিক ৪৭ শতাংশ), অনুমোদিত নীতি বা কর্ম কৌশলের সংখ্যা পাঁচটি, অনুমোদিত চুক্তি আটটি এবং সংসদে পাস করা আইনের সংখ্যা ১০টি।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, গত বছরের তুলনায় মন্ত্রিসভায় সিদ্ধান্ত বাস্তবায়নের হার ভালো। বেশ অগ্রসর হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এমআইএইচ/আরআইএস/