সোমবার (০৯ এপ্রিল) বেলা ১২টার দিকে জবি থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রায় সাহেব বাজারে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুর আড়াইটার দিকে তারা নয়াবাজার এলাকা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে।
সরেজমিন দেখা যায়, পুরান ঢাকায় প্রবেশের অন্যতম সড়ক রায় সাহেব বাজারে অবস্থান নিয়েছেন জবি শিক্ষার্থীরা। এসময় 'কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই', ‘শেখ মুজিবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই'- মাইকে ও খালি গলায় এ ধরনের স্লোগান দিতে শোনা যায় আন্দোলনকারীদের।
রায় সাহেব বাজারে ছাত্রদের এমন অবস্থান নেওয়ায় সদরঘাট, ধোলাইখাল, ইসলামপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন রুটের প্রায় কয়েকশ’ যানবাহন রাস্তায় আটকা পড়েছে। ফলে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন এ এলাকার সড়ক ব্যবহারকারীরা।
তবে শিক্ষার্থীদের অবরোধ পরিস্থিতি ঠিক কখন নাগাদ শেষ হবে বা কারা এই অবস্থান কর্মসূচি পরিচালনা করছেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
অবস্থানে অংশ নেওয়া জবির বাংলা বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেন শাওন বাংলানিউজকে বলেন, কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করছি। কোটা প্রথার সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী জোনের এসি বদরুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা অনেকক্ষণ ধরে তাদের বোঝানোর চেষ্টা করছি। তারা সময় নিচ্ছে। আমরা অবজার্ভ করছি।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ০৯,২০১৮
কেডি/জেডএস