রোববার (৮ এপ্রিল) দিনগত রাতে বড়লেখা উপজেলার বোবারতল গ্রামে অভিযোন চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। অপহরণের অভিযোগে ওই গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল জব্বারকে (২৬) আটক করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া উইংয়ের পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল সন্ধ্যায় সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে সিনথিয়া জান্নাতকে অপহরণের পর তার ভাই রিপন আহম্মেদের মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা নুরুল ইসলাম এসএমপির এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে র্যাব-৯ কার্যালয়ে অভিযোগের প্রেক্ষিতে উদ্ধারে তৎপরতা চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরীকে জীবিত উদ্ধারসহ অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া কিশোরী ও অপহরণের অভিযোগে আটক আব্দুল জব্বারকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এনইউ/জিপি