ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, এপ্রিল ৯, ২০১৮
সিলেটে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ১ অপহরণকারী আটক আব্দুল জব্বারক

সিলেট: সিলেট থেকে অপহরণের দু’দিন পর মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে সিনথিয়া জান্নাত সামিয়া (১৩) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

রোববার (৮ এপ্রিল) দিনগত রাতে বড়লেখা উপজেলার বোবারতল গ্রামে অভিযোন চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। অপহরণের অভিযোগে ওই গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল জব্বারকে (২৬) আটক করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া উইংয়ের পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল সন্ধ্যায় সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে সিনথিয়া জান্নাতকে অপহরণের পর তার ভাই রিপন আহম্মেদের মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা নুরুল ইসলাম এসএমপির এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে র‌্যাব-৯ কার্যালয়ে অভিযোগের প্রেক্ষিতে উদ্ধারে তৎপরতা চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরীকে জীবিত উদ্ধারসহ অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া কিশোরী ও অপহরণের অভিযোগে আটক আব্দুল জব্বারকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।