সোমবার (৯ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহুরুল সরদার উপজেলার সাতানির চর এলাকার আফতাব আলী সরদারের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বাংলানিউজকে জানান, শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয় জহুরুল। রাতে বাড়ি ফিরে না আসায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। সোমবার সকালে স্থানীয়রা জহুরুলের বাড়ির পাশের ক্যানালে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শনিবার রাতেই তাকে হত্যা করে ওই ক্যানালে ফেলে রেখে যায়।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরএ