ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আলীম বাংলানিউজকে জানান, সকালে মরদেহটি রেল লাইনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়।
মরদেহের মাথায় আঘাত রয়েছে। তার আনুমানিক বয়স ৪৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসএইচডি/এসআরএস