সোমবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় শহরের ষোলঘর শেখ বাড়ি রোডের হানি সিদ্দিক মেমোরিয়াল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
তিনি শহরের পুরাণ বাজার মিয়াজীবাড়ীর বাসিন্দা। দীর্ঘ কর্মময় জীবনে তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন পাটওয়ারী পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, বাচ্চু মিয়াজী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাদ আছর পুরান বাজার ৩ নম্বর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৮
আরএ