১৬.৩০: কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে আন্দোলকারীদের সঙ্গে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বৈঠকে বসেছেন ওবায়দুল কাদের।
১৫:০০: কোটা সংস্কার নিয়ে কথা বলতে শিক্ষার্থী প্রতিনিধিদের সচিবালয়ে যান।
১৪:৩২: সরকারের আহ্বানে সাড়া দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে যাচ্ছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের প্রতিনিধি দল।
১৪:৩০: রায় সাহেব বাজারে অবস্থান নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা নয়াবাজার এলাকা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে।
১৪:১০: পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। ফলে কার্যত অচল হয়ে পড়েছে পুরান ঢাকা। এসময় 'কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই', ‘শেখ মুজিবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই'- মাইকে ও খালি গলায় এ ধরনের স্লোগান দিতে শোনা যায় আন্দোলনকারীদের।
১৪:০৭: শাহবাগ-টিএসসি সড়কের বিভিন্ন জায়গায় টায়ার জ্বেলে বিক্ষোভ করেন আন্দোলকারীরা। মেট্রোরেলের কাজের জন্য রাখা বাঁশেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অপরপক্ষে পুলিশ তাদের সরাতে টিয়ারশেল নিক্ষেপ রতে দেখা গেছে। বর্তমানে পরমাণু শক্তি কমিশনের সামনে অবস্থান করছে পুলিশ।
১৩:৩৬: শাহবাগ-টিএসসি সড়ক বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে শাহবাগ থেকে টিএসসিগামী কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
১৩.২৯: কোটা সংস্কারের দাবিতে পুরান ঢাকার রায় সাহেব বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৩.০৭: ঢাবি ক্যাম্পাসের টিএসসি, রোকেয়া হল এবং ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় জড়ো হয়ে সাধারণ শিক্ষার্থীরা ফের অবস্থান নিয়ে হামলাকারীদের বিচার ও গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। অবিলম্বে তাদের মুক্তি না দিলে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের হুঁশিয়ারি দেন তারা।
১২.০০: উপাচার্যের বাসভবনে হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি। রাজনৈতিক মদদপুষ্ট হয়ে বহিরাগতরা এ হামলা চালিয়েছে বলে মনে করে শিক্ষক সমিতি।
১১.০০: সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থীরা।
১০.৩০: ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘পুলিশ ও ছাত্রলীগের হামলার’ প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কর্মসূচির পাশাপাশি বন্দরনগরীর ষোলশহরে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন তারা। শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
১০.০০: সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন। এছাড়া কোনো বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি।
০৯.০০: রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আসে। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা।
০৮.৩০: ‘পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত অন্দোলনকারীরা অনির্দিষ্টকালেরর জন্য ক্লাস বর্জন করারও ঘোষণা দিয়েছেন তারা।
০৮.০০: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর ব্যানারে ধর্মঘট পালন করছেন। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটার শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ, চাকরি পরীক্ষায় কোটা সুবিধা একবারের বেশি নয়, কোটায় বিশেষ নিয়োগ বন্ধ এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা অভিন্ন করতে হবে।
এ সব দাবিতে রোববার (০৮ এপ্রিল) রাতে শাহবাগে অবস্থান নিলে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় দুর্র্বত্তরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।
আরও পড়ুন>>
**জাবিতে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে, আহত ৩০
** ফের শাহবাগে বিক্ষোভের ঘোষণা আন্দোলনরতদের
** কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ঢাবি শিক্ষার্থীদের
** হত্যার উদ্দেশ্যে ‘প্রশিক্ষিত গোষ্ঠীর’ হামলা: ঢাবি ভিসি
** ঢাবি-শাহবাগে স্বাভাবিক যান চলাচল
** টিএসসি থেকে দোয়েলচত্বরে আন্দোলনকারীরা, টিয়ারশেল নিক্ষেপ
** হামলাকারীরা ছাত্র হতে পারে না, বহিরাগত: ঢাবি ভিসি
** আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান
** স্লোগান মুখর শাহবাগ-টিএসসি, পুলিশের টিয়ারশেল
** শাহবাগে থেমে থেমে সংঘর্ষ, টিয়ারশেল-রাবার বুলেটে আহত ৩০
** সব বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
** শাহবাগে কাঁদানে গ্যাস: প্রতিবাদে মহাসড়ক অবরোধ খুলনায়
** কোটা সংস্কার দাবি: আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস
** সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কোটা সংস্কারের আন্দোলন
** আন্দোলনকারীদের ফুল উপেক্ষা করে সরিয়ে দিচ্ছে পুলিশ
** কোটা পদ্ধতির সংস্কার চেয়ে শাহবাগে অবরোধ
** কোটা পদ্ধতির সংস্কার চেয়ে শিক্ষার্থীদের গণপদযাত্রা
***কোটা সংস্কার দাবি আন্দোলন রাবি-চবি-ইবি-শাবি-কুবি-ববিতেও
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এমএ/জেডএস