ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১১, এপ্রিল ৯, ২০১৮
সিলেটে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত নিহত ব্যক্তির নিথর দেহ। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বিলাল আহমদ(৩৫)নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে সিলেটে-তামাবিল সড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিলাল আহমদ একজন ট্রাকচালক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তিনি উপজেলার দুই নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মোহন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই এলাকায় জাফলং থেকে ছেড়ে আসা একটি ট্রাক(ঢাকা-মেট্টো-ট-২০-০৫৫৩)রড়বোঝাই একটি রিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পথচারী বিলালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খাঁন মো. ময়নুল জাকির বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জনতার সহায়তায় ঘাতক ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।