সোমবার (০৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে একথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ সফররত দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।
বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব গোখলে বলেন, দুই দেশ সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ভারত দুই দেশের মানুষে মানুষে যোগাযোগকে সবচেয়ে গুরুত্ব দেয়। দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায়।
এ সময় বাংলাদেশকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে শুভেচ্ছা জানান গোখলে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক বৈঠকের বিষয়ে বলেন, রোহিঙ্গা ইস্যুসহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তারা (ভারতে) যত দ্রুত সম্ভব এটি সমাধান করবে, আমি খুশি।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৬টি সমাঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক শুরু হয়। তারও আগে কেশব গোখলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।
ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে রোববার (০৮ এপ্রিল) বিকেলে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। পররাষ্ট্র সচিব হিসেবে তার এটি বাংলাদেশে প্রথম সফর।
সফরকালে বিজয় কেশব গোখলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
কেজেড/জেডএস