ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৮, এপ্রিল ৯, ২০১৮
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

মাদারীপুর: মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আলী চোকদার (৬০) নামে এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। সোমবার (৯ এপ্রিল) সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন আলী চোকদার। এ সময় একটি ট্রাক পেছনে আসতে গেলে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলী চোকদার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাতি গ্রামের বাসিন্দা ছিলেন।  

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।