৪ এপ্রিল পাথরঘাটা শহরে অবস্থিত পাথরঘাটা থানা হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মো. আররাফি নিরব নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে ৬ এপ্রিল পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পাথরঘাটা থানা হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন জানান, ৪ এপ্রিল ঘুম থেকে উঠে বেলা ১১টার দিকে ৪ নম্বর ওয়ার্ডে তার নানা আব্দুর রাজ্জাক পনু মোক্তারের বাসায় যায় নিরব। সেখান থেকে আর মাদ্রাসায় ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হচ্ছে।
নিরবের বাবা সার্জেন্ট গোলাম আজাদ বাংলানিউজকে বলেন, আমার ছেলের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। কি কারণে সে নিখোঁজ হলো জানিনা।
কেউ তার সন্ধান পেলে বাবা সার্জেন্ট গোলাম আজাদ ০১৭১৫৩৫০০৯৭, মামা মো. রাজু ০১৭২৮৮৭৪৪৪৫, মামা মো. সৌখিন ০১৭১৯০৫৮৭৩৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরএ