সোমবার (০৯ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান উপজেলার বাঁশিলা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ফজলুর রহমান পেশায় একজন শ্রমিক। তিনি সকালে বাঁশিলা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলেন।
এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরএ