ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৯, এপ্রিল ৯, ২০১৮
নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুর রহমান (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৯ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান উপজেলার বাঁশিলা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ফজলুর রহমান পেশায় একজন শ্রমিক। তিনি সকালে বাঁশিলা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলেন।

এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।   স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।