সোমবার (৯ এপ্রিল) ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
সাংবাদিক এম এ মালেকের ছেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা এ খবরটি বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি জানান, বিকেল ৪টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে নামাজার প্রথম জানাজা ও বাদ আসর সমসেরাবাদ এলাকার চুনি হাজী জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার শেষে পারিবারিক কবরস্থানে সাংবাদিক মালেককে দাফন করা হবে।
সাংবাদিক এম এ মালেকের মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ বিভিন্ন শ্রেণী-পেশার ও রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসআর/এএটি