ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাংবাদিক এম এ মালেক আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২১, এপ্রিল ৯, ২০১৮
সাংবাদিক এম এ মালেক আর নেই সাংবাদিক এম এ মালেক। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক এম এ মালেক আর নেই (ইন্নালিল্লাহি…. রাজিউন)।

সোমবার (৯ এপ্রিল) ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

তিনি স্ত্রী, আট ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক এম এ মালেকের ছেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য নাজিম উদ্দিন রানা এ খবরটি বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি জানান, বিকেল ৪টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে নামাজার প্রথম জানাজা ও বাদ আসর সমসেরাবাদ এলাকার চুনি হাজী জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার শেষে পারিবারিক কবরস্থানে সাংবাদিক মালেককে দাফন করা হবে।

সাংবাদিক এম এ মালেকের মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ বিভিন্ন শ্রেণী-পেশার ও রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।