ইসির যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ইসি সচিব বরাবর দাবি আপত্তি দাখিল করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে উপযুক্ত প্রমাণ, নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ ৬ সেট আপত্তি দাখিল করতে হবে।
দাবি, আপত্তি নিষ্পত্তির পর কমিশন চূড়ান্তভাবে নির্বাচন পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ করবে। যাদের পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে।
এবার আগ্রহী সংস্থাগুলোকে আবেদন জমা দেওয়া জন্য ২০১৭ সালের ৭ নভম্বর পর্যন্ত সময় দিয়েছিল ইসি। প্রায় দু'শো সংস্থা পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছিল।
যাদের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, সে তালিকা দেখতে ক্লিক করুন: ১২০ পর্যবেক্ষক সংস্থা প্রাথমিকভাবে মনোনীত
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
ইউডি/এসএইচ