ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লাখাইয়ে ইজিবাইক উল্টে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, এপ্রিল ২, ২০১৮
লাখাইয়ে ইজিবাইক উল্টে বৃদ্ধ নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার রুহিতনশী এলাকায় ব্যাটারি চালিত একটি ইজিবাইক উল্টে মঞ্জু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (০২ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মঞ্জু মিয়া উপজেলার স্বজন গ্রামের দেলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মঞ্জু মিয়া প্রতিদিনের ন্যায় জিরুণ্ডা গ্রামে মাটি কাটতে যান। বিকেলে কাজ শেষে একটি টমটমে করে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় টমটমটি রুহিতনশী বটতলা এলাকায় একটি গর্তে চাকা পড়ে উল্টে যায়। এতে মঞ্জু মিয়াসহ ৭ যাত্রী আহত হন। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শেখ কবিরুল ইসলাম মঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার সহকারী উপ পরদির্শক (এএসআই) আব্দুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ