ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ২ শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, এপ্রিল ২, ২০১৮
দিনাজপুরে ২ শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুর: দিনাজপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (০২ এপ্রিল) সকালে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল বাংলানিউজকে জানান, প্রথম দিনের পরীক্ষায় ৯৯ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১০৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া এ দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলার একজন ও গাইবান্ধা জেলার একজন। এ পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ০৭ শতাংশ।  

এদিকে, পরীক্ষা চলাকালীন সময়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, দিনাজপুরের জেলা প্রশাসক ড. আ ন ম আব্দুছ ছবুর, সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ