দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল বাংলানিউজকে জানান, প্রথম দিনের পরীক্ষায় ৯৯ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১০৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া এ দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, পরীক্ষা চলাকালীন সময়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, দিনাজপুরের জেলা প্রশাসক ড. আ ন ম আব্দুছ ছবুর, সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
আরআইএস/