ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গায় নৌকা ডুবি, ২ কিশোরী নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, এপ্রিল ২, ২০১৮
বুড়িগঙ্গায় নৌকা ডুবি, ২ কিশোরী নিখোঁজ

ঢাকা: রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে দুই কিশোরী নিখোঁজ হয়েছে।

সোমবার (০২ এপ্রিল) সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীর লালকুঠি ঘাট এলাকা বরাবর মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।  নিখোঁজ দুই কিশোরী হলো-  সানজিদা (১৪) ও স্বপ্না (১৫) ।

 

সদরঘাট নৌ পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, লালকুঠি ঘাট থেকে আটজন যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা মাঝ নদীতে আসলে বিআইডব্লিউটিসির জাহাজ এম ভি বাঙালীর ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। বাকি ছয় যাত্রী সাঁতরে তীরে উঠলেও দুই কিশোরী নিখোঁজ হয়। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮ আপডেট: ২০৪৪ ঘণ্টা
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ